কলারোয়ায় পুলিশি অভিযানে আটক দুই

সাতক্ষীরার কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে আটক করেছে থানা পুলিশ।

কলারোয়া থানার এসআই হিমেল হোসেন ও এএসআই মামুনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার পৌর বাজারের মল্লিক গার্মেন্টস এর মালিক আবু সালেক মল্লিকের ছেলে মনিরুজ্জামান মল্লিক (৪০) কে এসসি-৯৫/১৫ মামলায় ও উপজেলার খোরদো বাটরা গ্রামের করিম দফাদারের ছেলে আব্বাস আলী দফাদারকে সিআর নং-১৪৫/১৪ মামলায় এসআই তানভির আহম্মেদ তার বাড়ী থেকে আটক করে।

আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই