কলারোয়ায় পতাকা বৈঠকে ২ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ কালে দুই বাংলাদেশীকে ভারতীয় বিএসএফ আটক করে। পরে তাদের পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উত্তর ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস আর ৮বি এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়। এঘটনায় মাদরা বিওপির নায়েক মোক্তারুজ্জামান বাদী হয়ে কলারোয়া থানায় খুলনার রুপসা থানার রাজাপুর গ্রামের খোকনের ছেলে পারভেজ (২০)কে আসামী করে একটি মামলা দায়ের করেছে।

অপর দিকে সকাল সাড়ে ৮টার দিকে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মাটিকুমড়া গ্রামের জব্বার আলীর ছেলে আলী হোসেন(২৫)কে ভারতীয় বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে হিজলদী বিজিবির কাছে হস্তান্তর করে।

এঘটনায় কলারোয়া থানায় হিজলদী ক্যাম্পের নায়েক জাকির হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছে।



মন্তব্য চালু নেই