কলারোয়ায় নেশাজাতীয় ট্যাবলেটসহ দুই চোরাচালানী আটক

সাতক্ষীরাার কলারোয়ায় ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৮বোতল ফেনসিডিলসহ দুই চোরাচালানীকে আটক করেছে থানা পুলিশ।

থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম সোমবার সাংবাদিকদের জানান, রোববার সন্ধ্যায় কলারোয়া থানার এসআই কেএম মোয়াজ্জেম হোসেন, এএসআই জিন্নাত হোসেন সঙ্গীয় সদস্য নিয়ে অভিযান চালিয়ে কলারোয়া সরকারি কলেজের সামনে থেকে ৮ বোতল ফেনসিডিল ও ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ দু’জনকে আটক করেন।

আটককৃতরা হলো- কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত জয়নাল মোড়লের ছেলে শামছুর রহমান (৩৫) ও ব্রজবাকসা গ্রামের শামসের আলীর ছেলে আবুল খায়ের (৪৫)। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা (নং-৭/১৫) দায়ের হয়েছে।



মন্তব্য চালু নেই