কলারোয়ায় নারীর প্রতি সহিংসতা দুরীকরণ দিবস পালন
সাতক্ষীরার কলারোয়ায় নারীর প্রতি পারিবারিক সহিংসতা দুরীকরণ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আয়োজিত ‘মানুষের অধিকার ৩৬৫ দিন’ -প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস’র সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পিটিএ সভাপতি মাওলানা ইছহাক আলি।
আলোচনা সভায় বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, সাবেক সেনা সদস্য জিল্লুর রহমান, সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক, মাওলানা আব্দুদ দাইয়ান, মশিউর রহমান, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রাণী পাল, সমিতির কয়লা ইউনিয়নের প্যারালিগ্যাল ফিরোজ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির ইউনিয়ন সলিসিটর নাছিমা খাতুন।
আলোচনা শেষে বিদ্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিতে অতিথিবৃন্দসহ বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্রী অংশ গ্রহণ করে।
মন্তব্য চালু নেই