কলারোয়ায় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণের মতবিনিময় সভা
জুলফিকার আলী, কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ গতকাল সোমবার দুপুরে কলারোয়ায় উপজেলা ১০টি ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ এক মতবিনিময় সভা করেছে। উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
এসময় উপস্থিত চেয়ারম্যানগণ বলেন, গত ১৭এপ্রিল সাতক্ষীরার কয়েকটি পত্রিকায়“ কলারোয়ায় সরকারী গাছের আম বিক্রি করে দিয়েছে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি”শিরোনামে প্রকাশিত সংবাদটি সঠিক নয়। তাকে সমাজে মানসম্মান নষ্ট করার জন্য ওই এলাকার প্রতারক হারুন-অর-রশীদ সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে এধরনের কাল্পনিক সংবাদ প্রকাশ করিয়েছে। আমরা ইউপি চেয়ারম্যানগণ উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দেয়াড়া ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুবর রহমান মফে, জয়নগরের ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন আল বাবু, চন্দনপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কেড়াগাছি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সোনাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম,লাঙ্গলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, যুগিখালী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল হাসান প্রমুখ।
মন্তব্য চালু নেই