কলারোয়ায় ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’ উপলক্ষে দুর্নীতি বিরোধী মানববন্ধন

কামরুল হাসান, কলারোয়া : ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭’(২৬ মার্চ-১ এপ্রিল) উদযাপন উপলক্ষে চতুর্থ দিন বুধবার সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কলারোয়া উপজেলা পরিষদ সংলগ্ন মহাসড়কে অনুষ্ঠিত ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দুর্নীতি বিরোধী এ মানববন্ধন কর্মসূচিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, প্রধান শিক্ষক ও সততা সংঘের সদস্যরা অংশ গ্রহণ করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলি, ডা: মেহের উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ কুমার মন্ডল, সমবায় কর্মকর্তা নওশের আলি, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, মাস্টার বাকি বিল্লাহ শাহী, মনিরুজ্জামান, উত্তম কুমার পাল, তজিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামান, সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উৎপল কুমার সাহা প্রমুখ। এরআগে মঙ্গলবার ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’র তৃতীয় দিনে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের নৈতিকতা কমিটির সঙ্গে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই