কলারোয়ায় দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজুমল আহ্সান। শনিবার বেলা ২ টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেনজেলা প্রশাসক নাজুমল আহ্সান।

পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এর আগে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক নাজমুল আহসান।

সভায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লালটু, থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালহে মাসুদ করিম।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, অধ্যক্ষ আইয়ুব আলী, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, কে,এল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, হুমায়ন কবির মিঠু, সাংবাদিক শামছুর রহমান লাল্টু, জুলফিকার আলী, ফিরোজ জোয়ার্দ্দার, আরিফ চৌধুরী, বাবলু প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন। মেলায় কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বুথ, উপজেলার ১২টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, স্বাস্থ্য বিভাগ, হেলাতলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ফ্রি-ল্যান্সিং কর্ণার, প্রাথমিক শিক্ষা বুথ, একটি বাড়ি একটি খামার প্রকল্প বুথ, কলারোয়া পৌরসভা, কৃষি প্রযুক্তি বুথ, উপজেলা পোষ্ট অফিস, অগ্রগতি সংস্থা, হাজী নাসির উদ্দীন কলেজ, ডার্চ বাংলা ব্যাংক এবং আইটি কর্ণার এর সুদৃশ্য ডিজিটাল স্টল শোভা পায়।



মন্তব্য চালু নেই