কলারোয়ায় দিন-দুপুরে আনসার ভিডিপি’র বাড়িতে চুরি

সাতক্ষীরার কলারোয়ায় পৌর সদরের তুলশীডাঙ্গা গ্রামে আনসার ভিডিপি’র কমান্ডারের বাড়িতে দিনে-দুপুরে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে দেড়টার মধ্যে যে কোন সময় এ ঘটনাটি ঘটে। এ সময় চোরেরা নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে যায়।

ক্ষয়ক্ষতির শিকার আনসার ভিডিপি’র কমান্ডার আব্দুর রহমান জানান, তারা স্বামী-স্ত্রী দুই জনই আনসার ভিডিপিতে চাকুরী করায় বৃহস্পতিবার সকাল থেকে পুজো মন্ডপে দায়িত্ব পালন করছিলেন।এই সুযোগে কে বা কারা তার বাড়ির বারান্দার গ্রীল কেটে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা শোকেজের ড্রয়ার ভেঙ্গে নগদ ৬৪ হাজার টাকা, ৪টি স্বর্ণের রুলি, দুইটি গলার চিকসহ ১০ ভরি ওজনের স্বর্ণের গহনা চুরি করে নিয়ে যায়। যার আনু মানিক মুল্য ৫ লক্ষ ১৪ হাজার টাকা।

এ ব্যাপারে বাড়ির মালিক আব্দুর রহমান বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান।



মন্তব্য চালু নেই