কলারোয়ায় তথ্য-পরিকল্পনা ও বাজেট বই প্রণয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

কামরুর হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের তথ্য, পরিকল্পনা এবং বাজেট বই প্রণয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগের স্থানীয় সরকারের পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় ফ্যাসিলিটেটর (সিনিয়র সহকারী সচিব) ইউজেড জিপি গিয়াসউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা জেসমিন, উপজেলা প্রকৌশলী আবেদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামান, কৃষি কর্মকর্তা মহাসীন আলী, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার ময়না, গুদাম কর্মকর্তা আবু বকর সিদ্দিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আবজাল হোসেন হাবিল, মাস্টার নুরুল ইসলাম, রবিউল হাসান, মনিরুল ইসলাম, ইমরান হোসেন, এনজিও কর্মকর্তা মেহেদী হাসান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক কে,এম আনিছুর রহমান, এমএ সাজেদ, লতিফা আক্তার প্রমুখ।



মন্তব্য চালু নেই