কলারোয়ায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আহসান
মঙ্গলবার ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুল আহসান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু। এসএসসি ও দাখিল-এ জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ এমএ ফারুক, উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম, চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোশাররফ হোসেন, শিক্ষক নেতা আমানুল্লাহ আমান, জিকেএমকে পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুর রব, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, আজারুল হাসান, শিক্ষক দিপক শেঠ, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, অধ্যাপক মনিরুজ্জামান মন্ময় মনির, এড.শেখ কামাল রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার বিপুল হোসেন, এলজিইডি কর্মকর্তা আবেদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী কুদরত-ই-খুদা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার আশরাফ হোসেন, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রর টিএইচও ডা. তোহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, আনছার ভিডিপি কর্মকর্তা মাহবুবর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হক।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সার্বিক সহযোগিতায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১শ’৯ জন শিক্ষার্থীর প্রত্যেকের নগদ ৩ হাজার ৬শ’ টাকা করে বৃত্তি হিসেবে প্রদান করা হয়েছে। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন সাংবাদিকদের বলেন, এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান শিক্ষার্থীদের শিক্ষা জীবনে উজ্জীবিত ও অনুপ্রাণিত করবে।
মন্তব্য চালু নেই