কলারোয়ায় জামায়াত-শবিরের হাতে নিহত যুবলীগ নেতা জজ আলির শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা:
কলারোয়ায় জামায়াত-শিবিরের হাতে নির্মমভাবে নিহত যুবলীগ নেতা জজ আলির ১ম শাহাদৎ বার্ষিকীও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় উপজেলার ১নং জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচি পালন করে। গত বছরের ১২ ডিসেম্বর রাতে মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্যার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর পরই কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে বিএনপি ও
জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এলাকায় ব্যাপক তান্ডব চালায়। তারা সড়কের পাশের বড় বড় গাছের গুড়ি ও জনচলাচলের রাস্তা কেটে এলাকাটিকে বিচ্ছিন্ন্ করে ফেলে। এক পর্যায় তারা সরসকাটি পুলিশ ফাড়িও ঘেরাও করে অবরুদ্ধ করে। একপর্যায় রাত দেড়টার দিকে জয়নগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান জজ আলিকে তার বাসা থেকে বিএনপি, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ধরে নিয়ে যায়। ওই নেতাকর্মীরা ক্ষেত্রপাড়া খালের ধারে নিয়ে জজ আলিকে নৃংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। এ উপলক্ষে শনিবার জয়নগর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে যুবলীগ নেতা মেহেদী হাসান জর্জ আলির ১ম শাহাদৎ বার্ষিকীও
স্মরণ সভায় সকাল ৭টায় কোরান খানি, দুপুর ২টায় সরসকাটি বাজারে খুনিদের ফাঁসির দাবিতে মানব বন্ধন, বিকাল ৩টায় সরসকাটি দাখিল মাদরাসা মাঠে নিহত যুবলীগ নেতা মেহেদী হাসান জজ আলির আত্মার মাকফেরত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করে। সভায় জয়নগর ইউনিয়ন আ.লীগ সভাপতি মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা আ.লীগের সভাপতি সাবেক
সাংসদ প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সা.সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এম মুনছুর আহম্মেদ, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ হাসান সরওয়ার্দী, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, নিহত জজ মিয়ার স্ত্রী রিতা পারভিন, বড় ভাই আব্দুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহম্মেদ, অধ্যাপক এমএ ফারুক, আরাফাত হোসেন, এড.কামাল রেজা, শফিকুর রহমান মালি, তাপন সাহা, মোতালেব হোসনে প্রমুখ। সভাটি পরিচালনা করেন ইউনিয়ন আ.লীগের সা.সম্পাদক তাপস কুমার পাল।
মন্তব্য চালু নেই