কলারোয়ায় জামায়াত কর্মীসহ আটক ৪

সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াতকর্মীসহ ৪ ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের মৃত আকবর আলী খাঁর ছেলে জামায়াতকর্মী শাহাজাহান কবির (৪০), বোয়ালিয়া গ্রামের বাচ্চু গাজীর ছেলে গাঁজাসেবি হাবিব গাজী (২২), একই গ্রামের মৃত নেছার আলীর ছেলে আনারুল ইসলাম (৩০) ও পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত বাবর আলীর ছেলে আব্দুল মাজেদ পাটোয়ারী (৩৫)।
আটককৃতদের নাশকতা ও গাঁজা সেবনের অপরাধে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানার ওসি (তদন্ত) শেখ সফিকুর রহমান জানান।



মন্তব্য চালু নেই