কলারোয়ায় জামায়াতের ১৬ নেতা-কর্মী আটক
সাতক্ষীরা কলারোয়ায় নাশকতার মামলায় জামায়াতের ১৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- উপজেলার মুরারিকাটি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ও পৌর জামায়াতের সহ.সভাপতি মাস্টার মতিন খান(৬০), মতিন খানের ছেলে মুক্তাফিক বিল্লাহ(২৬), গোপিনাথপুর গ্রামের মৃত আফসের গাজির ছেলে মালেক গাজি(৩৫), মান্নান গাজি(৫০), লাঙ্গলঝাড়া গ্রামের মৃত শামসু শেখের ছেলে শাহাজান শেখ(৩১), লুৎফর রহমানের ছেলে শিমুল হোসেন(৩২), ওফাপুর গ্রামের ছানাউল্লাহ গাজির ছেলে মফিজুল ইসলাম(৩৭), আমিরউদ্দিন মোড়লের ছেলে ওজিয়ার রহমান(৪৫), নিজামউদ্দিন শেখের ছেলে শফিকুল শেখ(৩০), গাজনা গ্রামের ছাত্তার সানার ছেলে আসাদুজ্জামান(২৮), ইসমাইল সানার ছেলে আব্দুল্লাহ তুহিন(৩২), মানিকনগর গ্রামের জালালউদ্দিন মোড়লের ছেলে জসিমউদ্দিন(২৭), মাদরা গ্রামের নূর গাজির ছেলে আবু সাঈদ গাজি(৫০), কয়লা গ্রামের মাওলা বক্সসের ছেলে আব্দুল্লাহ(২৬), ছলিমপুর গ্রামের মৃত নূরউদ্দিন খা ছেলে আব্দুল কুদ্দুস(৫৫) ও শ্রীপতিপুর গ্রামের মোজাহার মোড়লের ছেলে আব্দুল হামিদ(৪০)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ বরিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পৌরসদর মির্জাপুর হাবিব কলেজের মধ্যে বসে জামায়াত নেতারা বৈঠক করছে। পরে তার নেতৃত্বে সঙ্গীয় সদস্যদের নিয়ে ওই কলেজে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পণা করায় তাদেরকে আটক করে।
এ ব্যাপারে কলারোয়া থাানায় মামলা (নাং-২, ২/১১/১৫) দায়ের হয়ে তাদেরকে জেল হাজতে পাঠান হয়েছে বলে জানা যায়।
মন্তব্য চালু নেই