কলারোয়ায় জাতির জনকের জন্মদিবসে উপজেলা প্রশাসনের র‌্যালি ও আলোচনা সভা

কলারোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু, উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম, চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোশাররফ হোসেন প্রমুখ।

পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এই র‌্যালিতে কলারোয়া পৌর শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

কলারোয়া ইসলামিক ফাউন্ডেশনে হামদ-নাত ও ক্বিরাত প্রতিযোগিতা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কলারোয়া ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হামদ-নাত ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহাজান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার সিরাজুল ইসলাম, মাওলানা ইব্রাহিম, কলারোয়া তরকারি বাজার জামে মসজিদের খতিব মাওলানা ওসমান গণি, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হামিদপুর জামে মসজিদের ইমাম মাওলানা জোবায়ের হোসেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার এরশাদ আলী।



মন্তব্য চালু নেই