কলারোয়ায় ঘাষ চাষের উপর ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কামরুল হাসান, কলারোয়া (সাতক্ষীরার): সাতক্ষীরার কলারোয়ায় ফডার উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক ২দিনব্যাপী খামারী প্রশিক্ষণ কর্মশালা বুধবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ফডার গবেষণা ও উন্নয়ন প্রকল্প বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনষ্টিটিউট, সাভার এর অর্থায়নে, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনষ্টিটিউট, সাভার এর উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আহসান হাবিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিএইচডি ফেলো খোরশেদ আলম, কলারোয়া প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামান, সরজমিন কর্মকর্তা মতিয়ার রহমান প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় নেপিয়ার ঘাষসহ বিভিন্ন প্রকার ঘাষের চাষ, সংরক্ষণ ও এর সর্বোত্তম ব্যবহারের উপর বিষদ প্রশিক্ষণ প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালায় কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫০ জন নারী-পুরুষ খামারী অংশ গ্রহণ করেন।



মন্তব্য চালু নেই