কলারোয়ায় খোরদো হাইস্কুলের প্রধান শিক্ষককে কর্মস্থলে যোগদানে বাধার অভিযোগ
সাতক্ষীরার কলারোয়ার খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষককে কর্মস্থলে যোগদানে বাধা প্রদানের অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে রোববার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আব্দুল কুদ্দুস চুন্নু কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বরাবর এবং নবনিযুক্ত প্রধান শিক্ষক মো: রবিউল আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার বরাবর প্রধান শিক্ষক হিসাবে যাতে কর্মস্থলে যোগদান করতে পারেন সে ব্যাপারে বিচার চেয়ে লিখিত আবেদন করেছেন। তাঁদের দেওয়া আবেদন পত্রের মাধ্যমে জানা যায়, গত ২৬ জুন সরকারি বিধি মোতাবেক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হওয়ায় কমিটির সিদ্ধান্তে নিয়োগ পেয়ে যোগদান করার পরে বিদ্যালয়ের কতিপয় শিক্ষকসহ বহিরাগত সন্ত্রাসীরা প্রধান শিক্ষককে কর্মস্থলে যেতে বাধা প্রদান করে। তখন তিনি বিষয়টি বিদ্যালয়ের সভাপতিকে জানালে সভাপতি ঘটনার বিষয়ে তদন্ত করে তার সত্যতা পান। এ বিষয়ের সাথে সভাপতি শেখ আব্দুল কুদ্দুস চুন্নুর থানায় দেওয়া আবেদনের মিল খুঁজে পাওয়া যায়। এদিকে, বিদ্যালয়ের সভাপতির দেওয়া আবেদনে জানা যায়, গত ২৩ জুলাই সভাপতির উপস্থিতিতে প্রধান শিক্ষক বিদ্যালয়ের হাজিরা খাতায় স্বাক্ষর করেন। কিন্তু পরে সভাপতি জানতে পারেন প্রধান শিক্ষকের স্বাক্ষরিত হাজিরা খাতার পাতার কিছু অংশ অফিস সহকারী শফিকুল ইসলাম ছিড়ে ফেলেন এবং সহকারী প্রধান শিক্ষক জিএম আমিনুল ইসলাম প্রধান শিক্ষক স্বাক্ষরিত পাতাটি বাতিল লিখে নিজে তাতে স্বাক্ষর করেন। সেই সাথে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে প্রধান শিক্ষককে স্কুল থেকে বের করে দেন, একই সাথে সহকারী শিক্ষক মৌলভী আব্দুল আজিজকে অফিস সহকারী লাঞ্ছিত করে। এমনকি, ওই মহলটি প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক আব্দুল আজিজকে স্কুলে প্রবেশে বাধাদানসহ হাজিরা খাতায় স্বাক্ষর করতে দিচ্ছেন না। এরূপ পরিস্থিতিতে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহাকারী শিক্ষক যাতে বিনা বাধায় কর্মস্থলে যোগদান করতে পারেন সে ব্যাপারে উপজেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে পৃথক আবেদনের মাধ্যমে সুবিচার প্রার্থনা করা হয়েছে।
মন্তব্য চালু নেই