কলারোয়ায় কুটির শিল্প মহিলাদের সেলাই ও নকশী কাঁথা তৈরী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধণ

সোমবার সকাল ১০টায় কলারোয়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায়“কুটির শিল্প উন্নয়নের জন্য মহিলাদের সেলাই ও নকশী কাঁথা তৈরী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধণ ঘোষণা করা হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধণ ঘোষণা করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা এলজিইডি কর্মকর্তা আবেদুর রহমান, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী কুদরত-ই-খুদা, উপজেলা সমাজ সেবা অফিসার শেখ ফারুক হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হক, জয়নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ ও শিক্ষার্থী তানজিলা খাতুন, রহিমা খাতুন, জোৎনা খাতুন, বিলকিস খাতুন, আকলিমা খাতুন, মনোয়ারা বেগম, রুনা খাতুন,ছবিরণ বিবি, শান্তি লতা, রেহেনা খাতুন, সাবিনা খাতুন, মর্জিনা খাতুন, নাছিমা খাতুন, হাবিবা খাতুন, মরিয়ম খাতুন, ফরিদা খাতুন, মাহমুদা খাতুন, রাজিয়া খাতুনসহ ৪০জন উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই