কলারোয়ায় কালভার্ট নির্মাণের ১৫ দিনের মধ্যে ধ্বসে পড়েছে

সাতক্ষীরার কলারোয়ার জয়নগরে এডিবির ৫০হাজার টাকা ব্যয়ে নির্মিত একটি মিনি কালভার্ট নির্মাণের দুই সপ্তাহের মধ্যে ভেঙ্গে পড়েছে। জানাগেছে, উপজেলার ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের অধীন ২০১৪-২০১৫ অর্থ বছরে এডিবির অর্থায়নে ৫০ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন স্থানে কয়েকটি মিনি কালভার্ট নির্মাণ কাজ শুরু হয়। একইভাবে ওই প্রকল্পের আওতায় জয়নগর ইউনয়নের মানিকনগর-রামকৃষ্ণপুর রাস্তার ৫নং ওয়ার্ডের ওই কালভার্ট নির্মাণ করা হয়। কালভার্টটি নির্মানের ১৫ দিনের মাথায় রাস্তার উপর দিয়ে কোন প্রকার যানবাহন ও পণ্য বাহন চলাচল ছাড়াই সোমবার আকস্মিকভাবে ভেঙ্গে পড়ে সেটি। অত্যন্ত নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে এ ধরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এবিষয় স্থানীয় ৫নং ওয়ার্ডের মেম্বর আ.লতিফ জানান, অত্যন্ত নিম্নমানের ইট ও খোয়া দিয়ে ওই মিনি কালভার্টটি তৈরী করা হয়েছে। কালভার্টটি নির্মাণের সময় আমি এবং জনগণ আপত্তি করেও কোন ফল পায়নি। এ ব্যাপারে উপজেলা এলজিইডির কর্মকর্তা প্রকৌশলী আবেদুর রহমান বলেন, শুনলাম নাকি মিনি কালভার্টটি পাশের খালে ধসে পড়েছে।



মন্তব্য চালু নেই