কলারোয়ায় ‘ওপেন হাউজ ডে’ ১৬ সেপ্টেম্বর

আগামী ১৬ সেপ্টেম্বর কলারোযায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, আগামী ১৬ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩টায় কলারোয়া থানা চত্বেরে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম (বার)।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম।
উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর সভার সকল জনতা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।



মন্তব্য চালু নেই