কলারোয়ায় এসএসসিতে ২৬৯১ জন, দাখিলে ৫৫১জন পরীক্ষার্থী
কামরুল হাসান, কলারোয়া : আগামীকাল বৃহস্পতিবার সারাদেশের সাথে কলারোয়াতেও শুরু হবে ২০১৭ সালের এস.এস.সি ও দাখিল পরীক্ষা। কলারোয়ায় এ বছর এস.এস.সি’র ৪টি কেন্দ্রে সর্বমোট ২৬৯১ জন পরীক্ষার্থী এবং দাখিলের ১টি কেন্দ্রে মোট ৫৫১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ। বরাবরে মতো এবারও এস.এস.সি ও দাখিলে পরীক্ষার্থীদের সংখ্যার দিক থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১৪২ জন বেশি। এদিকে, কলারোয়া পৌর সদরের জিকেএমকে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব আব্দুর রব জানান, তাঁর কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৭০ জন। যার মধ্যে ছাত্র ৩৭৮ জন, ছাত্রী ৫৯২ জন, পৌর সদরের অপর কেন্দ্রে ঐতিহ্যবাহী গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব বদরুজ্জামান বিপ্লব জানান, এ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৯১ জন। যার মধ্যে ছাত্র ৪৬১ জন, ছাত্রী ৩৩০ জন, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব আখতার আসাদুজ্জামান চান্দু জানান, তাঁর কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬০৭ জন। যার মধ্যে ছাত্র ৩৩০ জন, ছাত্রী ২৭৭ জন এবং খোরদো এম.এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব রবিউল ইসলাম জানান, এ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩২৩ জন। যার মধ্যে ছাত্র ১৬৯ জন আর ছাত্রী ১৫৪ জন। এছাড়া দাখিল পরীক্ষার একমাত্র কেন্দ্র কলারোয়া সরকারি কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৫১ জন। যার মধ্যে ছাত্র ২১২ জন এবং ছাত্রী ৩৩৯ জন বলে জানিয়েছেন মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরবি প্রভাষক এটিএম রুহুল কুদ্দুস। এদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে এস.এস.সি ও দাখিল পরীক্ষা সম্পাদনের লক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েন পরীক্ষা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার রায়। আর পরীক্ষা কেন্দ্র ও নিকটবর্তী পরিবেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে আমাদের প্রতিনিধি কামরুল হাসানকে জানান থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ। সবমিলিয়ে আগামীকাল থেকে সুষ্ঠু, সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের এস.এস.সি ও দাখিল পরীক্ষা, এটাই প্রত্যাশা সকল ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের।
মন্তব্য চালু নেই