কলারোয়ায় উন্নয়ন পরিষদের সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণ

কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন পরিষদের সহযোগিতায় গরিব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলারোয়ায় উন্নয়ন পরিষদের অফিসে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মধ্যে সোয়াব এনজিও, ঢাকা কর্তৃক এ ঈদ সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১২টি অসহায় পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ‘রমাদান ফ্যামিলি ফুড প্যাক’ বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের পরিচালক আব্দুস সালাম, সংস্থার কো-অর্ডিনেটর আশরাফ হোসেন, সংগঠক আ: আজিজ প্রমুখ। উল্লেখ্য, এনজিও উন্নয়ন পরিষদ প্রতিটি পরিবারের মাঝে ১৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি চিনি, ১ কেজি খেজুর, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ৫শ গ্রাম গুড়া দুধ, ১ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তেল বিতরণ করে।



মন্তব্য চালু নেই