কলারোয়ায় ইংরেজি ভাষা শিক্ষার প্রশিক্ষণ

‘ভাল যোগাযোগের জন্য ভাল ইংরেজি’ এ প্রতিপাদ্যকে সামনে সাতক্ষীরার কলারোয়ায় ইংরেজি ভাষার উপর তিনদিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার খোরদো সালেহা হক বালিকা বিদ্যালয়ে ব্র্যাক শিক্ষা কর্মসূচি পেইস’র আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেইস’র এলাকা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম সহিদুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়ার পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল রহমান, কর্মসুচি সংগঠক সুপর্না দাস, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, জহিরুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, রোজিনা আক্তার, মফিজুর রহমান, আক্তাররুজ্জামান প্রমুখ।
উপজেলার পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সালেহা হক বালিকা বিদ্যালয় থেকে ৩০ জন করে সর্বমোট ৬০ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ গ্রহণ করে বলে জানান ব্র্যাক, পেইস’র কর্মকর্তা।



মন্তব্য চালু নেই