কলারোয়ায় আ.লীগ নেতা তারেক আজিজ জাকির বহিস্কার

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক জাকিরকে বহিস্কার করা হয়েছে। পুলিশের সোর্স বজলুকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার অপরাধে তাকে বহিস্কার করা হয়। দেয়াড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফের স্বাক্ষরিত এক দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার বিকালে দেয়াড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি’র সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে অংশগ্রহণ করা ও ২৮ সেপ্টেম্বর আ.লীগ কর্মী পুলিশের সোর্স বজলুর রহমানকে অমানবিকভাবে হত্যার উদ্দেশ্যে মাংস কাটা কোপা দিয়ে কুপিয়ে জখম করার অপরাধে ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক তারেক আজিজ জাকিরকে বহিস্কার করা হয়। ইউনিয়ন আ.লীগের সভাপতি মাহবুবুর রহমান বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন।



মন্তব্য চালু নেই