কলারোয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র্যালি ও আলোচনা সভা
কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের র্যালি পরবর্তী উপজেলা চত্বরের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধানশিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজমুল হাসান, হারুনুর রশিদ, জাকির হোসেন, আলমগীর হোসেন, দুলাল চন্দ্র সরকার, প্রধানশিক্ষক মজিবর রহমান, রেহেনা সুলতানা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোজিনা খাতুন, সাংবাদিক জুলফিকার আলি, এম,এ সাজেদ প্রমুখ।
দিবসটি উপলক্ষে আলোচনা সভার পূর্বে কলারোয়া সদরে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি বের করা হয়।
মন্তব্য চালু নেই