কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানবন্ধন
কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে রোববার বেলা ১১টায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। “নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা-বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনের সড়কে শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মীসহ অতিথিবৃন্দ ওই মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানব্বন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও উত্তম কুমার রায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আকতার ময়না, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা মহাসীন আলী, শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধানশিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক এমএ সাজেদ, শিক্ষক মশিউর রহমান, জাকিয়া পারভীন, এনজিও প্রতিনিধি আশরাফ হোসেনসহ বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী। উল্লেখ্য, আগামী ৮ মার্চ দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে কলারোয়াতে পালন করা হবে বলে জানান মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার ময়না।
মন্তব্য চালু নেই