কলারোয়া (সাতক্ষীরা) কিছু খবর

কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

“নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে কলারোয়াতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামের আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, কলারোয়া পৌর সভার কাউন্সিলর ফারহানা হোসেন, লুৎফুননেছা, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী নাজনীন খানম, অফিস সহায়ক আনিছুর রহমান, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর উপজেলা ম্যানেজার তারক চন্দ্র সাধু খাঁ, ভিজিডি জালাল আহম্মেদ, রুমিনা খাতুন, ওয়ার্ল্ড ভিশনের সাতক্ষীরা চাইল্ড সেফটি নেট প্রজেক্ট অফিসার পোয়াল কুমার সরকার, কলারোয়া প্রতিনিধি আছমা খাতুন, উপজেলা সুশীলন’র ইইপি/সিঁড়ির টেকনিক্যাল কর্মকর্তা তাসরিন জামান, কলারোয়া ব্র্যাক সংস্থার প্রতিনিধি, সাজেদা নারী উন্নয়ন পরিষদের সভানেত্রী লতিফা আক্তার হেনা, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, কাজী কামরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউপি’র মহিলা মেম্বারগণ।

আলোচনা সভায় প্রধান অতিথি ফিরোজ আহম্মেদ স্বপন তাঁর বক্তব্যে বলেন, শুধুমাত্র দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ থেকে নারী উন্নয়ন হবে না। সকল কাজে নারীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা এগিয়েছি অনেকটা কিন্তু যেতে হবে বহুদূর। শিক্ষা-কর্মে ও অর্থনৈতিক উন্নয়নে নারীদেরকে এগিয়ে আসতে হবে। সরকার অনেক উদ্যোগ নিয়েছে। বেসরকারি সংগঠনগুলোও একসাথে কাজ করে যাচ্ছে। আমরা নারীর উন্নয়ন কিভাবে দেখতে চাই সেটা নির্দিষ্ট করে আমাদের কাজ করতে হবে। নারীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হলে মানবতার উন্নয়ন হবে, নারীমুক্তি মিলবে। নারীর হাতকে সেজন্য কর্মীর হতে রূপান্তর করতে হবে।

 

কলারোয়ায় যুবদল নেতাসহ আটক তিন
সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে যুবদল নেতাসহ তিন ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। রোববার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কলারোয়া পৌর সদরের তুলশীডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে যুবদল নেতা রুহুল আমিন ওরফে খোকন (২৮), উপজেলার দলুইপুর গ্রামের মৃত মইনুদ্দীনের ছেলে অজিয়ার রহমান (৩৪) ও কাদপুর গ্রামের মনছেপ সরদারের ছেলে আতিয়ার রহমান (৩৫)। আটককৃতরা ২০ দলীয় জোটের ডাকা হরতাল –অবরোধে নাশকতা চালাতে পারে এ আশংকায় তাদেরকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের জানান।

 

কলারোয়ার দেয়াড়ায় আজ থেকে ৪দিন ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান
সাতক্ষীরার সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব মানবতার কল্যাণার্থে দেশ ও জাতির মঙ্গল কামনায় ১৪ তম ১৬ প্র্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আজ সোমবার সন্ধ্যা থেকে চার দিন ব্যাপী উপজেলার দেয়াড়া ঘোষ পাড়া গ্রামের শ্রী সমীরণ কুমার ঘোষ,শ্রী শংকর কুমার ঘোষ ও দীপংকর (নতুন) কুমার ঘোষের যৌথ আয়োজনে নিজ বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। স্বর্গীয় নিরোদচন্দ্র ঘোষ ও স্বর্গীয় কল্পনা দেবীর উৎসর্গে এ মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে নাম কীর্ত্তন পরিবেশনায় থাকবেন দেয়াড়া যাদব সম্প্রদায়,খুলনার নিত্যানন্দ সম্প্রদায়, ডুমুরিয়ার শিশুকৃষ্ণ সম্প্রদায়, সাতক্ষীরার শীব সংঘ সম্প্রদায়, ভাই ভাই সম্প্রদায়, রংপুরের সন্ধ্যা রাণী সম্প্রদায় সাতক্ষীরার শ্যামনগরের ওঁ শান্তি মাতা সম্প্রদায়।

এ ছাড়া ভাগবত পাঠ করবেন খুলনার কপিলমুনির তাপসী বালা ও সেবাইত ভাগবত পাঠ করবেন যশোরের অভয় নগরের বলরাম গোস্বামী জগন্নাথ ধাম। এ দিকে পালা কীর্ত্তন পরিবেশনায় থাকবেন রংপুরের সন্ধ্যা রানী।

 

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন গাঁজাসেবীর কারাদন্ড
সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, রোববার বেলা ১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ কুমার তালুকদারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কলারোয়া পৌর সদরের মুরারিকাটি মোড় থেকে ওই গ্রামের হাসান মোড়লের পুত্র মামুন (১৯) ও একই গ্রামের মৃত শাহাজান কবিরের পুত্র মোরছালিন কবির (১৮)কে গাঁজা সেবনকালে আটক করে।

পরে তাৎক্ষনিকভাবে ওই স্থানে বসা বিজ্ঞ আদালত মামুনকে ১ মাস ও মোরছালিন কবিরকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এর পরে বেলা দেড়টার দিকে একই আদালত পরিচালনাকারী দল উপজেলার বোয়ালিয়া বাজার এলাকা থেকে ওই গ্রামের আজগর আলীর পুত্র জসিমউদ্দিন (২২)কে আটক করে। সেখানে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক গাঁজা সেবনের অপরাধে জসিমউদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার এসআই সুব্রত কুমার সরদার, উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চসহকারী এমএ মান্নান, সাংবাদিক আরিফুল চৌধুরী প্রমুখ।



মন্তব্য চালু নেই