কলারোয়ায় আওয়ামী লীগের র্যালি ও সমাবেশ
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বর্তমান সরকারের উন্নয়নের ৩ বছর পূর্তি উপলক্ষে এক আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই কর্মসূচিতে উপজেলার উন্নয়ন কাজ থেকে জনপ্রতিনিধিদের বঞ্চিত করার বিষয়ে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে পৌর শহরে একটি বিশাল র্যালি বের করা হয়। উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগ আয়োজিত ওই র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। তিনি বলেন, বর্তমান সরকারে সময়ে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ উন্নয়নের পথে কাঙ্খিত লক্ষ্যে এগুচ্ছে। তিনি বলেন, দেশ উন্নয়নের শিখরে পৌঁছালেও উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজে বঞ্চিত করা হচ্ছে জনপ্রতিনিধিদের। অনেক ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের উন্নয়ন কাজে সম্পৃক্ত করা হচ্ছে না। উপজেলা চেয়ারম্যান এসব জনপ্রতিনিধিদের উন্নয়ন কাজ থেকে বঞ্চিত রেখেছেন বলে তিনি উল্লেখ করেন। টিআর, কাবিখা, এডিবিসহ বিভিন্ন উন্নয়ন খাতে জনপ্রতিনিধিদের বঞ্চিত রাখার বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে বলে আমিনুল ইসলাম লাল্টু বলেন। সমাবেশে উপস্থিত জনতা ‘শেখ হাসিনা সরকার-বারবার দরকার’ এই শ্লোগানে মুখরিত করে তোলে। জনাকীর্ণ এ সমাবেশে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স,ম মোরশেদ আলি, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ জাকির হোসেন, সিদ্বেশ্বর চক্রবর্তী, হারুন-অর-রশিদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কাজী সাহাজাদা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তরুণ ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক রাসেল, পৌর কাউন্সিলর শেখ ইমাদুল ইসলাম, যুবলীগ নেতা মোস্তাক আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিঠু, আ’লীগ নেতা মারুফ হোসেন, ডা: রেজাউল করিম রেজা, সাবেক ছাত্রলীগ নেতা সরদার ইমরানসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম।
ফটো ক্যাপশন: কলারোয়া পৌর শহরে আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে বের হওয়া র্যালি।
মন্তব্য চালু নেই