কলারোয়ায় আইন শৃঙ্খলা রক্ষায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মতবিনিময়

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কলারোয়ায় আইন শৃঙ্খলা রক্ষায় উপজেলার ১২টি ইউনিয়নের সকল মসজিদের ইমাম ওমুয়াজ্জিনদের নিয়ে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। গতকাল বুধবার সকালে কলারোয়া থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ।

এসময় উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আখতারুজ্জামান, থানার সেকেন্ড অফিসার ইয়াছিন আলম চৌধুরী, এসআই পিন্টু লাল দাস, এসআই মফিজুল ইসলাম, এসআই আঃ রাজ্জাক, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, উপজেলা ইমাম ওমুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আবু জাফর মোহাম্মাদ হোসাইন, উপজেলা ইমাম ওমুয়াজ্জিন কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, উপজেলা ইমাম ওমুয়াজ্জিন কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ মাওলানা কামরুল ইসলাম, ইমাম ইউছুপ আলী, আক্তারুল ইসলাম, মফিজুল ইসলাম, হুসাইদ আহম্মেদ সহ কলারোয়া উপজেলা ১২টি ইউনিয়নের সকল মসজিদের ইমাম ওমুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ উপস্থিত সকল মসজিদের ইমাম ওমুয়াজ্জিনদের উদ্যেশ্যে বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহায় সকলকে সজাগ থাকতে হবে। কেহ নাশকতা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের দেখা মাত্রই থানা পুলিশকে খবর দিয়ে পুলিশকে সাহায্য করতে হবে। তানা হলে যেখানে আইন শৃঙ্খলা বিঘœ সৃষ্টি হবে তার দায়দায়িত্ব ওই মসজিদের ইমাম ওমুয়াজ্জিনদের নিতে হবে।



মন্তব্য চালু নেই