কলারোয়ায় অধ্যক্ষ আব্দুস সোবহান স্যারের প্রথম জানাজা অনুষ্ঠিত
কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সোবহান স্যারের প্রথম জানাজা নামাজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮ টায় কলারোয়া সরকারি কলেজ মাঠে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজ পরিচালনা করেন হাফেজ আবুল হোসেন। এর আগে স্যারের বিভিন্ন স্মৃতি তুলে ধরে সংক্ষিপ্ত এক আলোচনা করেন সাবেক সংসদ সদস্য বি.এম নজরুল ইসলাম। মরহুমের সহকর্মী প্রফেসর নজরুল ইসলাম, প্রফেসর আবু নসর, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক আব্দুল মজিদ, অধ্যাপক এম এ ফারুক, মরহুমের ছেলে বাবু।
এ ছাড়া উপস্থিত ছিলেন মরহুমের সহকর্মী প্রফেসর অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, অধ্যাপক অহিদুল আলম মন্টু, কাজীরহাট কলেজের অধ্যক্ষ এস এম সহিদুল আলম, অধ্যক্ষ মুহা. আয়ুব আলী, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, অধ্যাপক কামরুল ইসলাম পলাশ, আব্দুর রহিম, প্রাক্তন ছাত্র কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সভাপতি প্রভাষক এম এ কালাম, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, প্রভাষক সাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, এড.শেখ কামাল রেজা, জাতীয়পার্টি নেতা এম মুনছুর আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম রব্বানীসহ শত শত প্রাক্তন ছাত্র ও কলারোয়ার সর্বস্তরের মুসুল্লীবৃন্দ।
মন্তব্য চালু নেই