কলারোয়ায় অতিদারিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি সাইন বোর্ড বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় অতিদারিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের সাইন বোর্ড বিতরণ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার কেড়াগাছি ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইনের হাতে ২০১৫/১৬ সালের অর্থবছরের অতিদারিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের সাইন বোর্ড বিতরণ করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী শফিউল বাশার, কেড়াগাছি ইউনিয়ন পরিষদের সদস্য ইয়ার আলী, মুজিবার রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী জবেদ আলী, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী বেনজির আহম্মেদসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই