কলারোয়ায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক কর্মশালা

সাতক্ষীরার কলারোয়ায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা অডিটোরিয়ামে শিক্ষামন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, প্রধানশিক্ষক, মাদরাসা সুপার, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি, সাংবাদিক, প্রতিবন্ধি শিশুদের মা, এনজিও প্রতিনিধিসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিএল কলেজের সহযোগি অধ্যাপক মঞ্জুরুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, কলারোয়া হাসপাতালের ডাক্তার শফিকুল ইসলাম।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আকবর আলি, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস দাস, অধ্যাপক এমএ ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, অধ্যক্ষ মুহা. আয়ুব আলি, পাবলিক ইনন্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক শামছুল আলম, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক তহমিনা পারভীন লিলি, প্রধান শিক্ষক রাফিজা বানু, সাংবাদিক জুলফিকার আলিসহ শতাধিক ব্যক্তি।



মন্তব্য চালু নেই