কলারোয়ার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ও উদ্বোধণ
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়া উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। শনিবার ১৩ আগস্ট বেলা সোয়া ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ২০০১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ডিজিটাল ল্যাব কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর মধ্য কলারোয়া উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে- জিকেএমকে মডেল পাইলট হাইস্কুল, আলিয়া মাদ্রাসা ও শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ। ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
এছাড়া অনুষ্ঠানে অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন,শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম, সাবেক অধ্যক্ষ ইউনুচ আলী, আমানুল্লাহ কলেজের গভনিং বডির অন্যতম সদস্য সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, কেন্দ্রীয় আ’লীগের উপ-সম্পাদক আ,হ,ম তারেক উদ্দিন, একটি বাড়ী একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা ম্যানেজার আনারুল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন,হোমিও প্যথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এ বারিক, বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, রবিউল হাসান, এ্যাড.শেখ কামাল রেজা, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুর রব, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আয়ুব আলী, শিক্ষক শাহাজান আলী শাহিন, কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি শিক্ষক দিপক শেঠ, সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান, সাবেক সভাপতি গোলাম রহমান, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, কোষাধ্যক্ষ অধ্যাপক কেএম আনিছুর রহমান, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জুলফিকার আলী, প্রভাষক বখতিয়ার রহমান, অধ্যাপক শশংক শেখর সরকার, প্রভাষক মফিজুর রহমান, রফিকুল ইসলাম, আবুল হোসেন, এন্তাজ আলী, সহকারী অধ্যাপক আলমগীর কবির, ইউনুচ আলী খান, প্রভাষক তোফাজ্জেল হোসেন সেন্টু, কামরুজ্জামান পলাশ, এসএম সোলায়মান সহ শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ৪হাজার শিক্ষার্থী ও কলেজের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে সাতক্ষীরার কৃতি সন্তান আরুভী সুলতানা (স্মৃতি) প্রধানমন্ত্রীর নিকট থেকে বক্তৃতা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কার গ্রহণ করছে। সে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী এবং ঘোনা ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমানের মেয়ে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই