কলারোয়ার সোনাবাড়ীয়া ক্লাস্টার পর্যায়ে শিশুদের ছবি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ গতকাল রোববার সকালে কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ক্লাস্টার পর্যায়ে শিশুদের ছবি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজমুল হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ওমর ফারুক। সোনাবাড়ীয়া ক্লাস্টার পর্যায়ের ২৪টি স্কুল থেকে ৪৮জন প্রতিযোগী ছবি অংকন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এই ছবি অংকন প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর মধ্যে ছিলেন সহকারী শিক্ষক রহিমা খাতুন, আমিরুল ইসলাম,সুজিত কালিঞ্জলাল।

এই প্রতিযোগিতার মধ্যে ১ম স্থান অধিকার করেন চন্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুমাইয়া সুলতানা সুভা, একই বিদ্যালয়ের শিক্ষার্থী অন্বেষা রায় ২য় স্থান ও শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রিয়ানা আফরিন মেঘলা ৩য় স্থান অধিকার করেন। প্রতিযোগিতা শেষে ক্লাস্টার পর্যায়ে কাব কার্যক্রম সফল করার জন্য কাব-শিক্ষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই মত বিনিময় সভায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজমুল হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনসোনাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ওমর ফারুক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আবুবকর সিদ্দীক, এএসএম আসাদুর রহমান, ইয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক সেলিনা পারভীন, ছালেহা পারভীনসহ অন্যন্যে শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই