কলারোয়ার লাঙ্গলঝাড়ায় মানব পাচার রোধে সভা
কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরা কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদে সোমবার মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন প্রকল্পের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এনজিও সংস্থা সাজেদা নারী উন্নয়ন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাওলি সুলতানা।
উপস্থিত ছিলেন আব্দুস সবুর, ইউপি সদস্য মিজানুর রহমান, কামরুজ্জামান, মাওলা বক্স, শাহিদা বেগম, হাফিজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজেদা নারী উন্নয়ন’র মিজানুর রহমান।
মন্তব্য চালু নেই