কলারোয়া (সাতক্ষীরা) কিছু খবর

কলারোয়ার রামকৃষ্ণপুরে অতি দারিদ্রদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ

গতকাল সোমবার কলারোয়ার রামকৃষ্ণপুর গ্রামে অতি দারিদ্রদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ হয়েছে। ব্র্যাক CEPR-STUP কর্মসূচির কলারোয়া উপজেলার সোনাবড়ীয়া শাখার অধিনে রামকৃষ্ণপুর গ্রাম দারিদ্র বিমোচন কমিটির অর্থায়নে রামকৃষ্ণপুর গ্রামের অতিদারিদ্রদের মাঝে কমিটির সভাপতি আৎ রহিম বাবলুর নেতৃত্বে দুই শাধিক শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন রামকৃষ্ণপুর ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুর রশিদ। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাবাড়ীয়া আ’লীগের সভাপতি জিএম মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনিরুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হাসান, এরশাদ আলী, জামিলা খাতুন,ইউনিয়ন আ’লীগের সহসভাপতি সু-প্রসাদ বাবু, কুরবান আলী, রফিকুল ইসলাম, শাহাজান আলী খা, রামকৃষ্ণপুর গ্রাম দারিদ্র বিমোচন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মাদ আলী, ডাঃ আঃ আজিজ, মাস্টার ওজিয়ার রহমান, নরুল ইসলাম, ব্র্যাক CEPR-STUP কর্মসূচির সাতক্ষীরার আঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ফজলুল হক, মোঃ খাজা শহিদুর রহমান, শাখা ব্যবস্থাপক মোঃ আকরাম হোসেন,সাংবাদিক জুলফিকার আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

কলারোয়ায় গোশ বাজার উন্নয়ন সমবায় সমিতির কমিটি গঠন
কলারোয়ায় গোশ বাজার উন্নয়ন সমবায় সমিতির কমিটি গঠন হয়েছে। গতকাল রাতে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কলারোয়া পৌর সভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান, সমিরি সদস্য আনারুল ইসলাম নছু,বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মোশাররফ হোসেন টগর। সকলের সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ঠ গোশ বাজার উন্নয়ন সমবায় সমিতির কমিটি গঠন হয়। কমিটির উপদেষ্ঠা হলেন আজিবার রহমান, সভাপতি নির্বাচিত হন কামাল হোসেন, সহ-সভাপতি ইসরাইল হোসেন মেঝ খোকন, সাধারণ সম্পাদক শাহিন, যুগ্ম সম্পাদক জয়নাল, কোষাধাক্ষ্য আবু জাফর, প্রচার সম্পাদক মোছাব্দি গাজী, সদস্য হলেন আজগার আলী, সোহেল রানা বাবু, শাহাজি, সিদ্দিক, হাশেম আলী।
কলারোয়ায় জামায়াত-বিএনপি’র ৮ নেতাকর্মী গ্রেফতার
কলারোয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপি’র ৮ কর্মীকে গ্রেফতার করেছে। সোমবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করে।

আটকৃতরা হলো-উপজেলা লাঙ্গলঝাড়া গ্রামের মৃত আবুল কালামের পুত্র বাবর ইসলাম (৩২), একই গ্রামের মৃত শওকাত আলী দালালের পুত্র নাসির আলী কবিগর (২৯), ব্রজবাকসা গ্রামের মৃত ইয়াছিন আলীর পুত্র হাফিজুর রহমান(৪৫), কেশবপুর উপজেলার সাতবাড়ীয়া গ্রামের আবুল খায়েরের পুত্র মনিরুজ্জামান, একই উপজেলার মধ্যকুল খান পাড়ার মৃত রুস্তম আলীর পুত্র সিরাজুল ইসলাম (৪৭), দেয়াড়ার কাশিয়াডাঙ্গার মৃত সুলতান মোল্যার পুত্র শহিদুল ইসলাম (৩৮), রামভদ্রপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র আব্দুল মাজেদ (৩৬) ও রাজপুর গ্রামের আবু তালেবের পুত্র মফিজুল ইসলাম (৩০)।

আটককৃত ব্যক্তিরা ২০ দলীয় জোটের ডাকা অবরোধে নাশকতার আশংকায় আটক করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান।



মন্তব্য চালু নেই