কলারোয়ার মুরারীকাটিতে আ.লীগের আলোচনা সভায় এমপি মুস্তফা লুৎফুল্লাহ
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর সদরের মুরারীকাটি ৭নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। এসময় অন্যন্যেদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, জেলা আ’লীগের উপদেষ্টা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন,পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক তৌফিকুর রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর আকিমুদ্দিন আকি, লুৎফুন্নছে লুতু, অধ্যাপক আবুল খায়ের, ইউনুচ আলী খান, প্রভাষক আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, রবিউল হাসান, উপজেলা যুবলীগের সভাপতি কাজী শাহাজাদা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সহ-সভাপতি মাছুমুজ্জামান মাছুম, উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনজুরুল ইসলাম মিঠু, উপজেলা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আনারুল ইসলাম, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক নির্মল মন্ডল, মুরারীকাটি ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি রাম লাল দত্ত, আ’লীগনেতা আঃ রহিম বিশ্বাস, রেজাউল ইসলাম, আঃ গফুর, আঃ জলিল, আকবর আলী গাজী, আঃ মান্নান, আঃ মাজেদ বিশ্বাস, আঃ আলিম প্রমুখ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করছেন হাফেজ মুজিবর রহমান।
মন্তব্য চালু নেই