কলারোয়ার ভাদিয়ালি হাইস্কুলের প্রধান শিক্ষকের বাবা আর নেই
সাতক্ষীরা কলারোয়ার ভাদিয়ালি হাইস্কুলের প্রধান শিক্ষক শিক্ষক নেতা আজহারুল ইসলামের পিতা আলহাজ্ব রজব আলি শ্বাসকষ্ট জনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)।
বুধবার বেলা ৩টা ৫০ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সন্ধ্যায় মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তাঁর নিজ গ্রাম উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ ভাদিয়ালি গ্রামে ছুটে যান বিপুল সংখ্যক প্রধান শিক্ষকসহ সহকর্মী শিক্ষক মন্ডলী ও সুধিজন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মিঞা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক ফজলুল করিম, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান, সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামান, শওকত হোসেন, মনিরুজ্জামান, শহিদুল ইসলাম, সালাহ্উদ্দীন, আসাদুজ্জামান, অফিস সহকারী আফজাল হোসেন প্রমুখ।
এদিকে, বৃহস্পতিবার যোহরবাদ ভাদিয়ালি গ্রামের নিজ বাড়িতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবার দাফন কার্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন মরহুমের বড় ছেলে প্রধান শিক্ষক আজহারুল ইসলাম।
মন্তব্য চালু নেই