কলারোয়ার ব্রজবাকসায় বিদ্যুতের আলোয় আলোকিত হলো ৪৪৭ পরিবার

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ার উপজেলার ব্রজবাকসার পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে। কলারোয়া উপজেলার ব্রজবাকসা, কাশিয়াডাঙ্গা, দিগং ও বলিয়ানপুরে ৪শ’৪৭টি পরিবারকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। বুধবার বিকালে নতুন বিদ্যুৎ লাইন সংযোগের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সচিব সাইফুল্লাহ আজাদের সভাপতিত্বে বিদ্যুতায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস। এছাড়া অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা এলজিইডি কর্মকর্তা আবেদুর রহমান, ঝাউডাঙ্গা জোনাল অফিসের ডিজিএম মোঃ রেজাউল করিম খান, কলারোয়া সাব-জোনের এজিএম স্বপন কুমার পাল, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, হেলাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক আরিজুল ইসলাম, ইউপি সদস্য আঃ সাত্তার, আওয়ামীলীগনেতা আঃ মালেক প্রমুখ। এই এলাকায় নতুন বিদ্যুত সুবিধা পেয়ে ৪শ’৪৭টি পরিবারের মাঝে আনন্দ লক্ষ্য করা গেছে। এলাকাবাসীরা জানান, দীর্ঘ দিন অন্ধকারে ছিলেন তারা। এখন আর অন্ধকারে থাকতে হবেনা বিদ্যুত সুবিধা পেয়েছি।



মন্তব্য চালু নেই