কলারোয়ার জয়নগর খাল ও যুগিখালী খাল পুনঃ খননের দাবীতে মানব বন্ধন
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ গতকাল বিকালে কলারোয়ার জয়নগর খাল ও যুগিখালী খাল পুনঃ খননের দাবীতে মানব বন্ধন ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ৩টায় সরসকাটি বাজারে ৩/৪শ গ্রামবাসী খাল পুনঃখননের দাবিতে মানব বন্ধন করেন।
উক্ত মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুগিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসানম, জয়নগর ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, একশান এগেইনস্ট হাঙ্গারের সিনিয়র এডভোকেসি ও কম্যুনিকেশন ম্যানেজার সুচিস্মিতা রায়, মনিটরিং অফিসার সালেক আহমেদ, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকের পিএম মুর্তুজা আলী, টিও মাসুদ আল কবির রাজন, টিও কামরুন নাহার, টিও এসকে সুলতান আহমেদ, সিএম ফয়সালুজ্জামান, সিএম পারভীন আক্তার, সিভি পলাশ সরকার, সিভি নাসরিন সুলতানা, সিভি নাজমা খাতুন, সিভি ঝর্ণা সুলতানা, ফাইনসি অফিসার চয়ন কুমার চক্রবর্তী প্রমুখ।
উলে¬খ্য- কলারোয়া উপজেলার জয়নগর ও যুগিখালী ইউনিয়ন দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকের সহযোগিতায় এ খাল পুনঃ খননের দাবীতে মানব বন্ধন ও জনসমাবেশ করে এলাকাবাসী।
মন্তব্য চালু নেই