সাতক্ষীরার কলারোয়ার কিছু খবর

কলারোয়ার চন্দনপুর বলাকা সংঘে ফুটবল প্রদান

কলারোয়ার চন্দনপুর বলাকা সংঘে নতুন ফুটবল প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলার গয়ড়া বাজারে বলাকা সংঘের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টুর হাতে ফুটবল তুলে দেন বলাকা সংঘের সদস্য ও কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মনিরুল ইসলাম, বিএনপি নেতা আবু সাঈদ শাহীন, ইউনিয়ন যুবলীগ সভাপতি ডালিম হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ রানা নয়ন, দিলীপ মজুমদার, যুবদল নেতা আ.রহমান, ছাত্রদল নেতা শাহীন আনছারী, আশিকুজ্জামান, সাজউদ্দীন খোকা, রাজা হোসেন প্রমুখ। ক্রীড়া ঐতিহ্যে বলিষ্ঠ ভূমিকা রাখা চন্দনপুর বলাকা সংঘের সার্বিক সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহবান জানান উপস্থিত সকলে। একই সাথে ক্রীড়া অঙ্গনকে আরো সমুন্নত ও সুসংগঠিত করতে এগিয়ে আসায় তালা-কলারোয়ার সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও ইউএনও অনুপ কুমার তালুকদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সীমান্তে ১১ লক্ষাধিক টাকার কাপড়সহ বিভিন্ন পণ্য উদ্ধার:
Kalaroa photo-11কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১১ লক্ষাধিক টাকার ভারতীয় শার্টের থান কাপড়সহ বিভিন্ন পণ্য উদ্ধার করেছে। তবে উদ্ধারের ঘটনায় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। মাদরা বিওপি’র সুবেদার শাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, তাঁর নেতৃত্বে বিজিবি সদস্যরা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সীমান্তবর্তী গোবিন্দকাটি এলাকা থেকে ২৫০০ মিটার ভারতীয় শার্টের থান কাপড়, ১ কেজি গাঁজা, ৪০ বোতল ফেনসিডিল ও ১৫০০ পিস ‘টার্গেট ওয়ান হানড্রেড’ ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধারকৃত কাপড়ের  আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এছাড়া ফেনসিডিল, গাঁজা ও ট্যাবলেটের মূল্য ধরা হয়েছে ১ লাখ ৩১ হাজার টাকা। সাতক্ষীরা ৩৮ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকসী এ উদ্ধার অভিযানের সত্যতা সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রযুক্তি হস্তান্তর মেলার সমাপনী:
কলারোয়া উপজেলা চত্বরে ৩ দিনব্যাপি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রযুক্তি হস্তান্তর মেলার পর্দা নামলো বৃহস্পতিবার বিকেলে। এ উপলক্ষে মেলা চত্বরে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম। উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আবুল হাসান, মনিরুল হক, লুৎফর রহমান, আমির হোসেন, আলি আজগার,আব্দুল মালেক প্রমুখ। মেলায় প্রদর্শিত বিভিন্ন পণ্য ও স্টলের জন্য ৪৩ জনকে পুরস্কার প্রদান করা হয়। জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের সার্বিক সহযোগিতায় হওয়া এ মেলায় ১৪ টি কৃষি অফিসের, ৪ টি প্রাণি সম্পদ অফিসের ও ২ টি মৎস্য অফিসের স্টল মিলিয়ে ২০ টি স্টল দেওয়া হয়।

কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চাচাত ভাইয়ের ইন্তেকাল:
কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলের চাচাত ভাই শাহাজাহান আলী মন্টু (৪৫) আর নেই। বৃহস্পতিবার রাত ১টার দিকে পৌরসভার মির্জাপুর গ্রামের মৃত সামছুর রহমান শেখের বড় ছেলে শাহাজাহান আলী মন্টু অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না—রাজিউন)। তাঁর মৃত্যু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজনসহ বহু মানুষ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে ছুটে যান। এদিকে, বৃস্পতিবার যোহর নামাজের পর মির্জাপুর বায়তুল আমান জামে মসজিদ ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে বিপুল সংখ্যক মুসুল্লী উপস্থিত হন। নামাজ পূর্ব আলোচনা করেন সংশ্লিষ্ট মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন। জানাযা নামাজ পরিচালনা করেন মাওলানা গোলাম রসুল শাহী। জানাযা নামাজের পর মির্জাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে শাহাজাহান আলী মন্টুর দাফন সম্পন্ন হয়।
সোনাবাড়ীয়ায় ভিজিডি কার্ডের চাল বিতরণ:
কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়নে ২০১৩-১৪ অর্থ বৎসরের সর্বশেষ ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ১৭৩ জন দুস্থ মহিলাদের মাঝে ৫.১৯০ মে.টন চাল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান এস.এম শহিদুল ইসলাম উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আমজাদ হোসেন, হাসানুজ্জামান হাসান, রেহেনা খাতুন, সচিব আশরাফ হোসেন, সাংবাদিক আবু রায়হান মিকাঈল প্রমূখ।

খোরদো বিদ্যালয়ে নিয়োগ বানিজ্যের প্রতিবাদে এলাকার সূধিমহলে গনদরখাস্ত:
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়ার খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানে সকল প্রকার নিয়োগ বন্ধের জন্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, পুলিশিং ফোরাম, মুক্তিযোদ্ধা কমান্ডার, ভুমিহীন সভাপতি গণদরখাস্ত করেছে। দরখাস্তে জানা গেছে, কলারোয়ার খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শেখ আব্দুল কুদ্দুস চুন্ন ও প্রধান শিক্ষক ওই প্রতিষ্ঠানে বিভিন্ন সময় নিয়োগ দিয়ে মোটা অংকের টাকা আতœসাৎ সহ স্কুলের মর্কেটের ঘর বিক্রির প্রায় ১০লাখ টাকা তছরুপ করেছে বলে ভুমিহীন কমিটির সভাপতি মিল্টন কবির ও সাধরণ সম্পাদক নজিবার রহমান এ অভিযোগ করেন। এছাড়া একই ভাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহাবুবর রহমান মফে, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা কমান্ডার ইবাদুল¬াহ, পুলিশিং,ফোরামের সভাপতি মেহেদী হাসান অভিযোগের সত্যতা স্বীকার করে তার এ ঘটনার তিব্র নিন্দা জানান।

কুশোডাঙ্গায় উপকারভোগীর মাঝে চাল বিতরণ:
বৃহস্পতিবার সকালে কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদে ১শ’৫৭জন উপকার ভুগীর মাঝে ৩০কেজি করে ভিজিডি চাল বিতরণ করেছে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলামুল আলম আসলাম উপস্থিত থেকে এ ভিজিডি’র চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আয়ুব আলী, আনোয়ারা বেগম, মর্জিনা খাতুন, সচিব আবু সুফিয়ান ও সাংবাদিক ইব্রাহিম খান।

চান্দুড়িয়া গরু খাটাল নিয়ে রহমতুল্যাহ ও নাসিরউদ্দিনের মধ্যে বিরোধ, ৩শ রাখাল বিপাকে:
News-photo-11-জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়া সীমান্তে গরু খাটাল নিয়ে রহমতুল্যাহ ও নাসিরউদ্দিনের মধ্যে বিরোধ চলাকালে উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার ও থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম গত বুধবার খাটাল পরিদর্শন করেন। এর পর থেকে নাসিরউদ্দিনের খাটাল বন্ধ হয়ে যায়। বর্তমানে রহমতুল¬াহ খাটাল চালু থাকলেও কৌশলে গরু ব্যবসায়ী ও খাটাল মালিক নাসিরউদ্দিন হিজলদী খাটাল দিয়ে গরু উঠাচ্ছে বলে অভিযোগ উঠছে। বর্তমানে নাসিরউদ্দিন ভারতের সাথে ভাল যোগাযোগ থাকায় সে চান্দুড়িয়ার রহমতুল¬াহ খাটাল দিয়ে গরু না তুলে হিজলদী খাটাল দিয়ে গরু পাঠানোর জন্য ভারতের ব্যবসায়ীদেরকে জানিয়েছে। সে মতে ভারতের গরু ব্যবসায়ীরা হিজলদী খাটাল দিয়ে গরু পাঠানোর কারনে চান্দুড়িয়া খাটাল অচল হয়ে পড়েছে। বৃহস্পতিবার রহমতুল¬াহ খাটালে একটিও গরু উঠেনি। এদিকে রহমতুল¬াহ খাটাল ও নাসিরে খাটালের প্রায় ৩শ’ রাখাল এ কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে অনাহারে থাকার প্রহর গুনছে। যে কোন সময় ওই রাখালেরা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়তে পারে। ভারতে গিয়ে বিভিন্ন ধরনের নেশাজাতীয় মাদক এনে বাংলাদেশে বিক্রি কাজে ঝুকি পড়তে পারে বলে অনেকে ধারনা করছে।

News-photo--11কলারোয়া ক্লাবে ব্যাডমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত:
বৃহস্পতিবার সন্ধায় কলারোয়া ক্লাবের উদ্যোগে ২য় জুনিয়ার ৮দলিয় ব্যাডমিন্টন টুনামেন্ট-২০১৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপদেষ্টা সাংবাদিক আরিফুল হক চৌধুরী, আমিনুজ্জামান, রিয়াজ হোসেন, শেখ মুরাদ, সাঈদ, রিদয়, অপু, ইব্রাহিম, রাকিব, সোহান, মেহেদী, তপু, জিসান, তামিম প্রমুখ।

বিজয় দিবস উপলক্ষে সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল:
News-photo-11বৃহস্পতিবার সকালে কলারোয়ায় বিজয় দিবস পালন উপলক্ষে সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে পৌর বাজারে এক আনন্দ মিছিল হয়েছে। সকাল ১০টায় সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান শিমুল ও সাধারণ সম্পাদক আহানাফ তাজির অনিক’র নেতৃত্বে পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সরকারি কলেজ ক্যাম্পেসে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান শিমুল, সাধারণ সম্পাদক আহানাফ তাজির অনিক, ছাত্রলীগনেতা মনিরুল ইসলাম মনি, প্রশোনজিৎ, পলাশ, সম্প্রাট, ইমদাদুল, সাইদ, শরিফ, জাকির, মনির, সুজন, আকাশ, বাবু, ইমামুল, জাহিদুল, ইমাম, আলমগীর প্রমুখ।



মন্তব্য চালু নেই