কলারোয়ার কয়লা ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৩ নং কয়লা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ইমরান হোসেনসহ সকল সদস্যদের সংবর্ধনা দিয়েছে অগ্রগতি সংস্থার সামাজিক সুরক্ষার ফোরাম। বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক সুরক্ষা ফোরামের সদস্য মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কয়লা ইউপি’র সংবর্ধিত চেয়ারম্যান শেখ ইমরান হোসেন।

এসময় উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার মহিব্বুল হক, ইউএফ কৃষ্ণা সাহা, ইউপি সচিব মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে কয়লা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।



মন্তব্য চালু নেই