কলারোয়ার এসএসসি ও দাখিল কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে কলারোয়ার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানসহ একাধিক কর্মকর্তাবৃন্দ।
দেশ ব্যাপী সহিংসতার মধ্য দিয়ে স্বাভাবিক সময় পরিবর্তন করে শুক্রবার সকাল ৯টায় সারা দেশের মতো কলারোয়াতেও সম্পন্ন হলো এ বছরের এসএসসি ও জেডিসি’র বাংলা প্রথম পত্রের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন কলারোয়ার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহ্সান।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার, থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। জেলা প্রশাসকসহ সকলে পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতা দেখে সামনের পরীক্ষাগুলো নিরাপদ ও নির্বিঘ্নে হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন। কলারোয়া পাইলট মডেল হাইস্কুলে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আব্দুর রব, সুপার প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক আব্দুর রহমান, জুলফিকার আলী, ফিরোজ জেয়ার্দ্দার, প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আবদুর রকীব, সিনিয়র শিক্ষক এসএম গোলাম রব্বানী প্রমুখ।
এদিকে, কলারোয়া সরকারি কলেজে অনুষ্ঠিত দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসকসহ সকলে কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন বলে আমাদের প্রতিনিধিকে জানান কেন্দ্র সচিব মাওলানা আব্দুল বারী।
এ সময় ওই কেন্দ্রে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, কেন্দ্রের সহকারী সুপার মাওলানা মকবুল হোসেন ও মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এটিএম রুহুল কুদ্দুস।
অপরদিকে, সোনাবাড়িয়া হাইস্কুলের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান চান্দু ও সহকারী সচিব প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ বলেন তাঁদের কেন্দ্রেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে।
মন্তব্য চালু নেই