কলরেটে শুল্ক কমাতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি

২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে ফোনের সেবায় সম্পূরক শুল্ক তিন শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করার বিপক্ষে অবস্থান নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। সম্পূরক শুল্ক কমানোর জন্য অর্থ মন্ত্রনালয়কে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এ তথ্য জানান তিনি।

এ পর্যন্ত বায়মেট্ট্রিক পদ্ধতিতে ১১ কোটি ৬০ লাখ সিম এবং রিম পুনঃনিবন্ধিত হয়েছে জানিয়ে তিনি বলেন, যারা যারা নিবন্ধিত করেছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।



মন্তব্য চালু নেই