কলমাকান্দায় প্রবীণদের অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক উৎসব

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে ইউরোপিয়ন ইউনিয়ন এর অর্থায়নে, হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় বেসরকারী উন্নয়ন ও গবেষনা সংস্থা বারসিক‘র বাস্তবায়নে প্রবীণ অধিকার সুরক্ষায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রবীণবান্ধব সাংস্কৃতিক প্রতিযোগিতা ও খেলাধুলা অনুষ্ঠিত হয় সোমবার।

এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা প্রবীণ হিতৈষী কার্যকরী কমিটির সভাপতি মোঃ ইদ্রিস আলী তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্ভোধন করেন নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য জনাব ছবি বিশ্বাস, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, প্রবীণ রাজনীতিবিদ-মঞ্জুরূল হক তারা, ডাঃ আব্দুল হেকিম, আব্দুর রউফ মাষ্টার, ঋষিকেশ তালূকদার, সুভাস চন্দ্র সাহা, ফখরুল আলম খসরু প্রমুখ। সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন ‘বারসিক’ জেলা সম্বন্নয়কারী ইছাক উদ্দিন। সাংস্কৃতিক প্রচারাভিযানে নির্বাচিত ৮টি সাংস্কৃতিকদল প্রবীণ অধিকার সুরক্ষায় তাঁদের বিভিন্ন প্রচারনা তুলে ধরেন।

বক্তারা বলেন, প্রবীণদের দারিদ্র্য, বৈষম্য ও নানাবিধ বাঁধা বিপত্তি পার হয়ে তাদের অধিকার অর্জনে নিজ পরিবার থেকেই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বর্তমানে বাংলাদেশে মোট প্রবীণ সংখ্যা হচ্ছে ১কোটি ৩০ লক্ষ্য, কাজেই প্রবীণদের নিরাপদ জীবনযাপন তথা ‘‘জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ এর ব্যাবহারে স্থানীয় সরকার এর ভুমিকা সহ এ ধরনের কাজে আমরা কিভাবে প্রবীণদের সহযোগিতা করতে পারি, সাংস্কৃতিক দলগুলো তাঁদের উপস্থাপনায় সে বিষয়গুলো তুলে ধরেন। এ উৎসবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুর্য্যরে হাসি ক্লিনিক ও বারসিক প্রবীণদের স্বাস্থ্য বিষয়ক ৩টি ষ্টলে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। আগামী ১৪ফেব্রুয়ারী নেত্রকোনা সদর কালেক্টর মাঠে ও ২ ফেব্রুয়ারী দুর্গাপুর উপজেলা শহীদ মিনার মাঠে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই