কলকাতা বইমেলায় বাংলাদেশের স্টল বন্ধ

কলকাতা আর্ন্তজাতিক বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন থেকে পর্যটন করপোরেশনের স্টল তুলে দেয়া হয়েছে। পর্যটন করপোরেশন প্রকাশিত মানচিত্রে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানোয় তীব্র প্রতিবাদ জানায় ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে রোববার স্টলটি বন্ধ করে দেয়া হয়।

ক্ষমতাসীন বিজেপির রাজ্য সচিব সদস্য ও জেলা পর্যবেক্ষক কৃষাণু মিত্র বলেন, ‘মানচিত্রে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ভারতীয় নাগরিকদের জন্য অবমাননাকর ও অমর্যাদাকর।’

তিনি জানান, এ ঘটনায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের পক্ষ থেকে তাদের সঙ্গে দেখা করে ক্ষমা চাওয়া হয়েছে।

মানচিত্রের এই ভুলের প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশন এ ভুল করেছে।

তিনি বলেন, ‘কাশ্মীরের যে কোনো অংশ পাকিস্তানের অংশ হিসেবে দেখানো অনেক বড় ভুল এবং আমরা এটা অনুমোদন করি না। আমরা আমাদের অসন্তোষ জানিয়েছি এবং স্টল বন্ধ করে দেয়া হয়েছে।’

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মোফাখখারুল ইকবাল জানান, একই মানচিত্র ২০০৮ সালে প্রকাশ করা হয়েছিল। ওই সময় বিষয়টি কারো নজরে আসেনি।

তিনি বলেন, ‘এটা অনেক ছোট মাত্রার একটি বিকৃতি এবং গুগল ম্যাপ থেকে বাদ দেয়া হয়েছে। কিন্তু আমি এটা দিয়ে অন্য কোনো কিছু বুঝাচ্ছি না। এটা অবশ্যই ভুল। তাদের আরও সচেতন হওয়ার প্রয়োজন ছিল। স্টলটি বন্ধ করে দেয়া হয়েছে এবং আমরা এর পরিবর্তে অন্য একটি স্টল বসিয়েছি।’



মন্তব্য চালু নেই