কলকাতায় সবচেয়ে কাঙ্ক্ষিত নারী জয়া

কলকাতায়ও কাঙ্ক্ষিত হয়ে উঠছেন বাংলাদেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক জরিপ সে কথাই প্রমাণ করছে। ১৭ এপ্রিল সংবাদমাধ্যমটির প্রকাশিত জরিপে ২০১৪ সালে টালিগঞ্জের সবচেয়ে আকাঙ্ক্ষিত নারী শিল্পীদের তালিকায় এবার এসেছে বাংলাদেশের জয়া আহসানের নাম।

গত বছর দ্বিতীয় অবস্থানে থাকা পাওলি এবার উঠে এসেছেন প্রথম স্থানে। একটু অবনতি ঘটেছে রাইমার। এবার তিনি দ্বিতীয় স্থানে। তবে কাঙ্ক্ষিতের তালিকায় তৃতীয়তেই দেখা গেছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে।

টাইমস অব ইন্ডিয়া প্রতি বছরই এ জরিপ প্রকাশ করে আসছে। প্রকাশ করে সবচেয়ে আকাঙ্ক্ষিত নারী ও পুরুষ অভিনয়শিল্পীদের তালিকা। দর্শক এবং ভক্তদের ভোটের মাধ্যমে এই তালিকা নির্ধারিত হয়।

কলকাতায় বেশ কিছু চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া। এর মধ্যে সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’ , ইন্দ্রনীল রায় চৌধুরীর ‘বাঙালি ভূতের গল্প’ ও শিবপ্রধান চট্টোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘কণ্ঠ’ উল্লেখযোগ্য।



মন্তব্য চালু নেই