করমুক্ত আয় এবারো আড়াই লাখ টাকা

২০১৬-১৭ সালের বাজেটে বার্ষিক করমুক্ত আয় ধরা হয়েছে আড়াই লাখ টাকা যা গত অর্থবছরেও একই ছিল। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট প্রস্তাবনার বক্তব্যে একথা বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মুহিত জানান, নারী করদাতা ও ৬৫ বছর বয়সী করদাতার করমুক্ত আয়সীমা ৩ লাখ, প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে এ করের আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার ও গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে করদাতা ব্যক্তির মোট আয়ের উপর ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কর ধার্য করা হয়েছে।

এদের যার বার্ষিক আয় ৪ লাখ টাকা পর্যন্ত তার আয়ের উপর কর নির্ধারণ করা হয়েছে ১০ শতাংশ, ৫ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করের হার ১৫ শতাংশ এবং পরবর্তী ৬ লাখ টাকায় ২০ শতাংশ।

বার্ষিক ৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করের হার ২৫ শতাংশ। এর ওপরে মোট আয়ের উপর করের হার ৩০ শতাংশ থাকবে।



মন্তব্য চালু নেই