কম দামে, দারুণ স্পেকস নিয়ে এল জায়ামি রেডমি নোট ৪
জায়ামি রেডমি নোট সিরিজ যথেষ্ট জনপ্রিয়। বেশ অনেকদিন ধরেই ক্রেতারা অপেক্ষায় রয়েছেন রেডমি নোট ৪-এর। দেখে নিন কী কী স্পেকস রয়েছে এই ফোনে।
জায়ামি এই মুহূর্তে এদেশের সবচেয়ে জনপ্রিয় চিনা মোবাইল ব্র্যান্ড। জায়ামি রেডমি নোট সিরিজ নিয়ে ভারতীয় ক্রেতারা বেশ আগ্রহী। সম্প্রতি চিনে আনুষ্ঠানিক উদ্বোধন হল জায়ামি রেডমি নোট ৪-এর। এখনই অবশ্য এই ফোন ভারতে আসছে না। খুব তাড়াতাড়ি যে এসে পড়বে সেই নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ ভারত এখন জায়ামির বড় বাজার।
আপাতত দেখে নেওয়া যাক, এই ফোনের স্পেকস—
১. ৫.৫ ইঞ্চি স্ক্রিন
২. ১০৮০x১৯২০ পিক্সেল ফুল এইচডি ২.৫ডি কার্ভড ডিসপ্লে
৩. ৩ জিবি র্যাম ও ২ জিবি র্যাম, দু’টি আলাদা আলাদা ভার্সনে পাওয়া যাবে।
৪. ২ জিবি র্যামের ফোনে থাকছে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ আর ৩ জিবি র্যামের ফোনে থাকবে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।
৫. ২.১ গিগাহার্টজ ডেকা-কোর প্রসেসর।
৬. অ্যানড্রয়েড ৬.০ মার্শমেলো ভার্সন।
৭. ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ফ্ল্যাশ ও ফেজ ডিটেকশন অটোফোকাস-সহ।
৮. ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৯. ফিঙ্গারপ্রিন্ট এবং ইনফ্রারেড সেন্সর।
১০. এক্সপ্যান্ডেবল স্টোরেজ ১২৮ জিবি।
১১. ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, এফএম
১২. ডুয়াল সিম ফোরজি
১৩. ৪১০০ এমএএইচ ব্যাটারি
এই মুহূর্তে এই ফোনটি শুধুমাত্র জায়ামির ওয়েবসাইট থেকেই কেনা যাবে কিন্তু ভারতে এই ফোন নিয়ে আসতে কোম্পানি খুব বেশি দেরি করবে না। ফোনের স্পেকস বেশ ভাল এবং সবচেয়ে উল্লেখযোগ্য ডেকা-কোর প্রসেসর যার ফলে ফোনের পারফরম্যান্স ভাল হবে বলেই আশা। পাশাপাশি ব্যাটারি এবং ক্যামেরাও যথেষ্ট ভাল। ভারতে সম্ভবত ফোনের দাম থাকবে ৯০০০ টাকা থেকে ১২,০০০ টাকার মধ্যে।
মন্তব্য চালু নেই