কমলাপুর স্টেশনে ৭ টিকিট কালোবাজারি আটক

কমলাপুর রেলস্টেশনের ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে সাত জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার তাদের আটক করা হয়।
জিআরপি থানার এসআই জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযুক্তরা রোববার লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেন। সোমবারও সকাল নয়টায় টিকিট কাউন্টার খুললে তারা টিকেট সংগ্রহ করার জন্য লাইনে অপেক্ষা করছিলেন। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা তাদেরকে চ্যালেঞ্জ করেন। পরে সিসি ক্যমেরায় দেখা যায়, রোববারও একই ব্যক্তিরা টিকিট নিয়েছিলেন।
আটক কালোবাজারিদের জিজ্ঞাসাবাদের জন্য জিআরপি থানায় রাখা হয়েছে।



মন্তব্য চালু নেই