কমলাপুরে ২৫ লাখ টাকার স্বর্ণসহ তরুণ আটক
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পাঁচটি সোনার বারসহ পলাশ দাস (২২) নামে এক তরুণকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার দুপুরে স্টেশনের তিন নম্বর প্লাটফর্ম থেকে ২৫ লাখ টাকা মূল্যমানের এই সোনাসহ তাকে আটক করা হয়। তাকে আদালতে পাঠিয়ে তিন দিনের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। পলাশের বাড়ি চাঁদপুরের কচুয়ায়।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, সকালে চট্টগ্রাম থেকে তূর্ণা-নিশিতা এক্সপ্রেস ট্রেনে পলাশ ঢাকায় আসেন। আগেই গোপন সংবাদ ছিল এই ট্রেনে চোরাচালানের সোনা আসছে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের বেল্টের ভেতরে রাখা ৫টি সোনার বার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ জানান, তিনি স্বর্ণ ব্যবসায়ী। ফেনী থেকে এই সোনা কিনে বিক্রির জন্য ঢাকায় নিয়ে আসেন তিনি । উদ্ধার করা সোনার ওজন ৫৮০ গ্রাম। যার মূল্য প্রায় ২৫ লাখ টাকা । এ ঘটনায় মামলা করে তাকে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়ে তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।
মন্তব্য চালু নেই